Rivers of Bangladesh

সারসংক্ষেপ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ২০০৫ সালে “বাংলাদেশের নদ-নদী” নামে একটি বই প্রকাশ করে, যেখানে মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে মোট ৩১০ টি নদী চিহ্নিত করা হয়। বইটিকে আরো তথ্যবহুল ও হালনাগাদ করার লক্ষ্যে ২০১১ সালে বাপাউবো সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-এর মাধ্যমে ৩০ মিটার রেজ্যুলেশনের ল্যান্ডস্যাট স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে ৪০৫ টি নদী চিহ্নিত করে।

বর্তমানে ১০ মিটার রেজ্যুলেশনের ২০২৩ সালের Sentinel-2 স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে, বাপাউবো সিইজিআইএস-এর মাধ্যমে নদ-নদীর একটি তালিকা প্রস্তুত করেছে। বাপাউবো’র জোনাল, সার্কেল, জেলা পর্যায়ে কনসাল্টেশন ওয়ার্কশপ ও মাঠ পর্যায়ে যাচাইকরণ এবং বিভিন্ন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতামতের ভিত্তিতে ৭৫৬ টি নদী চিহ্নিতপূর্বক খসড়া প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে, খসড়া চূড়ান্ত রিপোর্ট জোনাল, সার্কেল, জেলা পর্যায়ে এবং জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে।

নদ-নদীর খসড়া তালিকা ও তথ্য যাচাই-বাছাইয়ের উদ্দেশ্যে BWDB (https://bwdb.portal.gov.bd/) এবং CEGIS (https://www.cegisbd.com/ViewBangladeshRiversInfo) ওয়েবসাইটসমূহে প্রকাশ করা হলো। তালিকাটি চূড়ান্ত করার স্বার্থে এতে বর্ণিত তথ্যসমূহের বিষয়ে কোন সংশোধন, সংযোজন, বিয়োজন বা অন্য কোন মতামত থাকলে তা প্রেরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে কোন মতামত থাকলে আগামী ৩১ মে ২০২৪ তারিখের মধ্যে ই-মেইলঃ bdrivers2023@gmail.com এ প্রেরণের জন্য অনুরোধ করা হলো।