বগুড়ার ৫১০ বিঘা বিলীনের শঙ্কা, বেশি ক্ষতি হবে গাইবান্ধায়

14/06/2021

এবারও যমুনা নদী ভাঙনের পর নিঃস্ব হওয়ার আশঙ্কার কথা উঠে আসছে গবেষণায়।  তথ্য অনুযায়ী, গাইবান্ধায় সবচেয়ে বেশি জমি বিলীন হবে।  সড়ক ভাঙবে বেশি জামালপুরে। শিক্ষা প্রতিষ্ঠান বেশি পরিমাণ হুমকির মুখে সিরাজগঞ্জের।  এই ভাঙন শঙ্কা থেকে মুক্ত নেই বগুড়া।  জরিপ বলছে, বগুড়ায় এবার শুধু যমুনায় অন্তত ৫১১ বিঘা জমি নদীগর্ভে বিলীন হবে। সরকারের একটি ট্রাস্ট প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) নদী ভাঙনের পূর্বাভস দিচ্ছে ২০০৪ সাল থেকে। এই আভাস মিলে যায় প্রায় ৭০ শতাংশের উপরে। দেশের উত্তরাঞ্চলের যমুনা নদীতে প্রতিবছরে ভাঙছে।  নদী ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন যমুনা পাড়ের বহু মানুষ।  ভূমি হারিয়ে হারিয়ে তারা বিচ্ছিন্ন হয়েছেন পরিবার থেকে, নিজের চিরচেনা লোকালয় থেকে।  শুধু তাই নয়; এসব জনপদের শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকা।

 

The report published in the Joy Jugantor newspaper. Please find the link here